বিনোদন প্রতিবেদক এবারের ঈদে গীতিকার ও বিনোদন সাংবাদিক আশিক বন্ধু’র লেখা গানে কন্ঠ দিয়েছেন ‘এক জীবন’ খ্যাত জনপ্রিয় কন্ঠ শিল্পী শহীদ। শহীদের নতুন একক অ্যালবাম ‘নীল ছোয়া’ অ্যালবামের টাইটেল গানটি লিখেছেন আশিক বন্ধু। গানটি শহীদ নিজেই সুর করেছেন। আর সঙ্গীতায়োজন করেছেন রাফি। আশিক বন্ধু’র লেখা-‘শুন্যতার নীল ছোঁয়ায় ঘুমায় জোনাকি, সব অভিমান ভুলে তবু তোমার আশায় থাকি’ শীর্ষক গানটি শহীদ গেয়েছেনও খুব দরদ দিয়ে। জানা গেছে, দারুন মেলাডি এ গানটি সকলের মনকে খুব আপন মায়াতে ছুঁয়ে যাবে এমনটাই আশা। গানটির রেকর্ডিং হয়েছে দুরবীন ব্যান্ডের নিজস্ব ষ্টুডিওতে। ‘নীল ছোয়া’ টাইটেল গানটি নিয়ে শহীদ বলেন, ৯০ দশক ২০০০ সময়ের দিকে যে ধরনের মেলাডি প্রানছোঁয়া গান হতো। সেই আবহে আমি গানটি করেছি। ভালো লিখেছেন আশিক বন্ধু। গানটি সবার মাঝে ব্যাপক সাড়া জাগাবে। বেশ অনুভুতিময় নীল ছোঁয়া গানটি। অন্যদিকে গীতিকার আশিক বন্ধু বলেন, ভালোবাসার বাস্তবতায় সৃষ্টি আমার এ গানটি। লিখেছি রাতের অনেক গভীরতায়। বারবার ফিরে গিয়েছি কোনো এক চেনা ঠিকানায়। তারপর বেশ কয়েক রাতের পরিশ্রমে আমার লেখা নীল ছোঁয়া গানটি। শহীদ ভাই গেয়েছেনও তুলনাহীন মায়াময় কন্ঠে। এবারে ঈদে নীল ছোয়া’ অ্যালবামটি সম্প্রতি প্রকাশ পেলো সিডি চয়েজের ব্যানারে। উল্লেখ্য, এবারের ঈদে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত ব্যান্ড মিক্সড ‘সাম্পান’ অ্যালবামেও দুরবীন ব্যান্ডের গানটি লিখেছেন আশিক বন্ধু। তাছাড়া সম্প্রতি লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত মাহমুদ সানীর সুর-সঙ্গীত আয়োজনে ‘সিনথিয়ার’ একক ‘প্রিয়তম’ অ্যালবামে সিনথিয়ার গাওয়ার ‘বন্ধু’ শিরোনামের গানটিও লিখেছেন আশিক বন্ধু। উল্লেখ্য যে, ‘আশিক বন্ধু’ কক্সবাজারের সাবেক সেনেটারি ইন্সপেক্টর ও শিাবিদ মরহুম সোলতান আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র। তাছাড়া সাংবাদিক সংসদ কক্সবাজারের আহবায়ক ও দৈনিক দৈনন্দিন’র মফস্বল সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী এবং টেকনাফ প্রেসকাবের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরীও আশিক বন্ধু’র বড় ভাই হয়।
বার্তা প্রেরক আনোয়ার হাসান চৌধুরী কক্সবাজার। ০১৮১১-২৭৯৫৩৭ ৭-৮-১৩ইং