নগরীতে এবার ছিনতাইকারীর কবলে পড়েছে পুলিশের দু’কনস্টেবল। তাদের কাছ থেকে ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজা বাহাদুর সড়কে জেলা প্রশাসকের বাসার সামনে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীর কবলে পড়া দু’কনস্টেবল হল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বাসার নিরাপত্তায় নিয়োজিত মিজান ও রেজাউল। কনস্টেবল মিজান সাংবাদিকদের জানান, ছোট ভাইকে দেয়ার জন্য বৃহস্পতিবার রাতে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ৯ হাজার টাকা উত্তোলন করে সাইকেলযোগে নগরীর চাঁদমারি যাচ্ছিলেন তিনি ও অপর কনস্টেবল রেজাউল। জেলা প্রশাসকের বাসা পার হওয়ার পর তাদের গতিরোধ করে ৬ ছিনতাইকারী। ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা ৯ হাজার টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। পরে অনুনয় বিনয় করলে মোবাইল ফোনসেট ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে গেলেও ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেননি।
Leave a Reply