মুহাম্মদ ছলাহ্্ উদ্দিন,…টেকনাফে আবদুশ শাকুরকে সভাপতি ও বেলাল উদ্দিনকে সেক্রেটারী করে ইসলামী ছাত্রশিবিরের সদর ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।জানা যায়, ৫ আগষ্ট বিকাল ৫টায় টেকনাফস্থ অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়। হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সভাপতি মুহাম্মদ রবিউল আলম প্রধান অতিথি এবং উপজেলা সেক্রেটারী শফিকুল ইসলাম মাহাদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে ছাত্রনেতা হারুন-অর-রশিদ, মুহাম্মদ রফিক প্রমূখ বক্তব্য রাখেন। সভা শেষে আবদুশ শাকুরকে সভাপতি, মুহাম্মদ বেলাল উদ্দিনকে সেক্রেটারী, আমিনুল ইসলামকে সাংগঠনিক, জিয়াউর রহমানকে বায়তুল মাল, শওকত আলীকে অফিস ও মুহাম্মদ শফিকুল ইসলামকে প্রচার সেক্রেটারী করে ৭ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্রশিবির টেকনাফ সদর ইউনিয়ন শাখার জন্য ২০১২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।
##############################################
মুহাম্মদ ছলাহ্্ উদ্দিন,
টেকনাফ॥
মোবাইল নং-০১৮২৪-৮৭৯৩৫১
Leave a Reply