কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর উত্তর পাড়া গ্রামে ২৮ জুন সন্ধ্যায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে গৃহবধুকে শারিরীক ভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত নারীর নাম খালেদা বেগম (৫০)। সে ওই গ্রামের নুরুল হুদার স্ত্রী। জানা যায়, ঘটনার দিন আহত খালেদার দেবর বাড়ীর সীমানা থেকে দেবরেরা গাছ থেকে নারিকেল পাড়তে উঠলে খালেদা তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দেবরেরা খালেদর উপর হামলা চালায় । আহত অবস্থায় তাকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হলে এস.আই সিকান্দর তাকে প্রথমে চিকিৎসা সেরে নেয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলে নির্যাতিতের স্বামী নুরুল হুদা জানান।
এস.এম.তারেক,ঈদগাঁও ২৮/৬/১২
Leave a Reply