হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … বিজিবি জওয়ানেরা টেকনাফের হ্নীলা চৌধুরীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে মাদক চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
১৮ জানুয়ারী টেকনাফ—২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, মিয়ানমার হতে মাদকের চালান চৌধুরীপাড়া সীমান্তের দিকে আসার সংবাদ পেয়ে ১৭ জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ—২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই নৌকা হতে নেমে দুইজন ব্যক্তি ১টি বস্তা কাঁধে নিয়ে আনোয়ার প্রজেক্ট সংলগ্ন কাঁটাতারের বেড়িবাঁধ অতিক্রম করার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। এসময় মাদক চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ##
Leave a Reply