“কথায় আছে চোরের মার বড় গলা” এবার এ প্রবাদটি সত্য প্রমাণ করল ইসলামাবাদ ইউনিয়নের চুরির সাথে জড়িত এক ব্যাক্তি। সম্প্রতি চোরের সালিশ করতে গিয়ে উল্টো সালিশকার হামলার শিকার হয়ে আহত হয়েছে। এ ঘটনায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গামে দিদারুল ইসলামের বাড়ী থেকে গত ২৩ জুলাই লোহা ও রড সিমেন্ট চুরি হয়। এ ঘটনার সাথে একই এলাকার বিভিন্ন স্থানে চুরি কার্যে জড়িত থাকা আমির হামজার পুত্র নুরুল ইসলাম ও ফেরদৌসী বিবি সহ কয়েকজন জড়িত হিসেবে স্থানীয় সালিশ বৈঠকে প্রমাণিত হয়। এদিকে চোরের সালিশ করায় ক্ষিপ্ত হয়ে সালিশকারক নুরুল আলমের পুত্র মোঃ সোহেলকে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। আহত সোহেল বর্তমানে চিকিৎসাধীন।
Leave a Reply