মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ। হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারীকে হোয়াইক্যং বৌদ্ধ পল্লীর সহিংস ঘটনার মামলা থেকে অব্যাহতি দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬২জন শিক্ষক। শিক্ষকবৃন্দ বলেন বিগত ৩০সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি বাড়িতে গ্রামীণ বিচারিক কার্যক্রম চালানো অবস্থায় টেকনাফ থানার ওসি মোঃ ফরহাদ ও হোয়াইক্যং ফাঁড়ির আইসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর অনুরোধে ঘটনাস্থলে গিয়ে তিনি জনসাধারনকে থামানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে ছিলেন। যা পরদিন সকালে স্থানীয় সংবাদ পত্রে প্রকাশিত হয়। অথচ দায়েরকৃত এঘটনার মামলায় সম্পূর্ণ উদ্দেশ্যমুলকভাবে তাকে প্রধান আসামী করা হয়। তার অনুপস্থিতিতে দীর্ঘ ২১বছর তার সুনামের সহিত পরিচালিত হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা আজ তার শূন্যতায় নিজস্ব গতি হারাতে বসেছে। এছাড়া তিনি হোয়াইক্যং ইউপির ২বারের নির্বাচিত চেয়ারম্যান ও গ্রামীণ জনপদের উন্নয়নের রূপকার এবং হ্নীলা আল্-ফালাহ একাডেমী, কাঞ্জরপাড়া মডেল একাডেমী, কাটাখালী রওজতুন্নবী দাখিল মাদ্রাসা, দারুত তাওহীদ মহিলা মাদ্রাসা, কক্সবাজার হার্ভাড কলেজসহ বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিল। দীর্ঘদিন যাবত আমরা তার কাছ থেকে মিথ্যা ও অসংযত আচরন দেখেনি।
সুতরাং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকান্ডে দিন দিন গতিহীনতার দৃশ্য প্রতীয়মান হয়ে উঠছে। সুতরাং এলাকার উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহের গতিশীলতার স্বার্থে হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারীকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য শিক্ষকবৃন্দ সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন।
(স্বাক্ষর সংযুক্ত কপি আছে)
মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ।
Leave a Reply