মুনতাসির আহমেদ জর্জ / সুমাইয়া আহমেদ নৌরিণ…কক্সবাজর উখিয়া জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়াম্যান আলহাজ্ব আহমদ শরীফ চৌধুরীর সহধর্মিণী ছফুরা খাতুন আর নেই। গত শুক্রবার বাদ জুমা চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে ওইন্না ইল্লাহে রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।মৃত্যুকালে তিনি দুই ছেলে,দুইমেয়ে,নাতী-নাতনী ও অসংখ্য শুভানুদয় ও আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর নামাজে জনজা স্থানীয় মনখালী হাসপাতাল মাঠে গতকাল শনিবার সকাল ১০ টায় অনুস্টিত হয়েছে। ছফুরা খাতুনের ধর্মীয় আনুষ্টানিতা ও নামাজে জানাজয় কক্সবাজার ৪ আসনের সাংসদ আলহাজ্ব আব্দু রহমান বদি এমপি,সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী , উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.শাহজালাল চৌধুরী,ভাইস চেয়ারম্যান শাহ আলম,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার (মরহুমার মেয়ে),সস্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,সাবেক চেয়ারম্যান সৈয়দ আলম, টেকনাফ বাহার ছরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির আহমদ,সাবরাং ইউনিয়নের শাহেনা বেগম,মোক্তার আহমদ মেম্বার ও টেকনাফ বাহার ছরা ইউনিয়নের যুব নেতা শহিদুল্লাহ, জেলা যুবলীগ নেতা জিটিভি ও সমকাল প্রতিনিধি নজির আহমেদ সীমান্ত, মাস্টার কামালও মোঃ এমদাদসহ এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply