মোঃ রেজাউল করিম…কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা। উক্ত এলাকায় ৩টি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা উচ্চ বিদ্যালয় ১টি ইউনিয়ন পরিষদ,১টি কমিউনিটি হাসপাতাল সহ একাধিক হাফেজখানা ও মসজিদ রয়েছে। ঈদগাঁও বাজারের সাথে ইউছুপেরখীল যোগাযোগের একমাত্র মাধ্যম হল ইউছুপেরখীল ডিসি সড়ক। দীর্ঘদিন ধরে খানাখন্দকে পরিপূর্ণ হয়ে গেছে উক্ত সড়কটি। গত ৪দলীয় জোট সরকারের আমলে রাস্তাটি কাপেটিংয়ের টেন্ডার হলেও কোন অজানা কারণে আগের মত রয়েগেছে। গত কয়েকদিনের প্রবল বর্ষণে ঈদগাঁও নদীর পানির তুড়ে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তাটির বড় বড় গর্ত মেরামত করা হয়নি। উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন পূর্ব বোয়ালখালী, নাপিতখালী, ইসলামপুর শিল্প এলাকা ও ইউছুপেরখীলের প্রায় ১০হাজার লোক যাতায়ত করে। প্রয়োজনের কারণে উক্ত সড়কটির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ইসলামাবাদের প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা হাসপাতালে উক্ত সড়ক দিয়ে আগমন করে। রাস্তাটি খানাখন্দকে পরিণত হওয়ায় রোগী,ছাত্র-ছাত্রী,সাধারণ মানুষ ও যানচলাচল সম্পূর্ণ অনপোযোগী হওয়ায় সাধারণ মানুষকে দারুন দূর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনকে ইউছুপেরখীল হাসপাতাল সড়কটি মেরামত ও পুর্ন নির্মানের দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসীর।
Leave a Reply