চট্টগ্রাম শোলক বহর জামেয়া মাদানিয়া মাদ্রসায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটাক্ষ করে আপত্তিকর চলচিত্র নির্মাণের প্রতিবাদ ও চলচ্চিত্র নির্মাতা স্যাম বাসিলি ও ককবাজারের রামুতে ফেসবুকে কোরআন শরীফ অবমাননাকারীর ফাঁসির দাবী জানিয়ে সভা অনুষ্ঠিত হয়। মাও. আবদুল জলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাও লোকমান হাকিম, মাও. হাফিজ উল্লাহ, মাও. আবদুর রহীম, মাও মুহি উদ্দীন, মুফতি মো. ইউসুফ, মাও. আহমদ গনি, মাও. আবদুল মতিন বোখারী, মাও মো. ফারুক, মাও . মো. তাহের। বক্তারা ইয়াহুদিদের প্ররোচনায় মার্কিন চলচ্চিত্র নির্মাতা স্যাম বাসিলকে ‘ইসলামের দুশমন’ আখ্যা দিয়ে মহানবী (সঃ)কে কটাক্ত করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ করে এবং বিতর্কিত নির্মাতা স্যাম বাসিলের ফাঁসি দাবি করেন এবং মার্কিন পণ্য বর্জনের ঘোষনা দেন। বক্তারা, মার্কিন যুক্তরাষ্ট্র ইসলাম ও মহানবী (সঃ)কে হেয় ও বিতর্কিত করার লক্ষ্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে ইসলামের বিরুদ্ধে চরম বেয়াদবি করছেন। এদের বিচার করতে সমগ্র বিশ্বের মুসলিমসহ সচেতন জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান
Leave a Reply