চট্টগ্রামে চার`শ পিস ইয়াবা সহ শামসুন্নাহার (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরীর পাহাড়তলী থানার এ কে খান এলাকার গ্রীণ লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটন করা হয়।
পাহাড়তলী থানার ওসি সৈয়দ আব্দুর রউফ বাংলানিউজকে জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে ওই মাদক বিক্রেতা বাস কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর ওই নারীর শরীরে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া শামসুন্নাহার কক্সবাজার জেলার টেকনাফের কালার ছড়া এলাকার কালামিয়া বাড়ির মৃত আবদুর রহমান এর স্ত্রী।
এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
Leave a Reply