এটিএন ফায়সাল…… অভিনব কৌশলে ৪৫০ পিস ইয়াবা নিয়ে ঢাকায় আসার সময় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ২ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।গ্রেফতারকৃতরা হলেন, রবিউল আলম (২৫) ও মো. বাবুল (২২)।মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা।এ বিষয়ে মুকুল জ্যোতি চাকমা বাংলানিউজকে বলেন, “দুজন অনেকটা মলদ্বার দিয়ে পেটের ভেতর করে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। আমরা প্রথমে তাদের আটক করে শরীরে তল্লাশি চালিয়ে কোনো ইয়াবা পাইনি। পরে তাদের ট্যাবলেট খাইয়ে বাথরুম করানোর পর ইয়াবাগুলো পাই।”তিনি জানান, গ্রেফতার হওয়া দুজনের মধ্যে রবিউলের কাছ থেকে আড়াইশ‘ এবং বাবুলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।জানা গেছে, রবিউল ও বাবুলের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা গ্রামে।তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে তুর্ণা নিশীথা ট্রেনে করে ঢাকায় আসার জন্য চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষা করছিলেন।
মুকুল জ্যোতি আরও জানান, রবিউল ও বাবুলের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply