মুহাম্মদ আবু বকর …চট্টগ্রাম লোহাগাড়া থানার অন্তর্গত বড় হাতিয়া দুই সহোদরকে খুন করতে গিয়ে এক ভাইকে নিজ বাড়ীতে খুন করে আরেক ভাইকে গুরুতর রক্তাক্ত জখম করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল। সুনির্দিষ্ট সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর রাতে মাইক্রো নিয়ে কালু পোশাকধারী র্যাবের আকৃতি ধারণ করে বড় হাতিয়া কুমিরাঘোনা সিকদার পাড়ার ফয়েজ আহমদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন (৩২) কে নির্মমভাবে হত্যা করে। আরেক ভাই গুরুতর আহত করে দেলোয়ার হোসেন (ছোট্ট) (৩৫) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বড় হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা সিকদার পাড়া, কালি নগর পাড়া, নতুন পাড়ার একদল দূর্ধর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসীদের গড ফাদার একসাথে মাইক্রো নিয়ে ঐ দুই সহোদরের উপর আক্রমন চালায়। আক্রমন চলাকালীণ একজনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। আরও জানা যায়- তাদের সাথে জায়গা জমিনের আক্রোশের জের ধরে এই খুনের ঘটনাটি ঘটিয়েছে জায়গা জমি দখলে নেওয়ার জন্য। ঘটনা জানাজানি হলে থানা প্রশাসন পৌঁছানোর আগে তারা কৌশলে গাড়ী নিয়ে পালিয়ে যায়। পালিয়ে গেলেও ঠিকই ফয়েজ আহমদের ছেলে দেলোয়ার হোছন ছোট্ট তাদের শত্র“কে ঠিকই চিনতে পেরেছে বলে সূত্রে জানা যায়। বড় হাতিয়ার কুমিরাঘোনা, সিকদার পাড়া, কালিনগর, নতুন পাড়ার ৭ ও ৮নং দুই ওয়ার্ডের যারা মাইক্রো নিয়ে র্যাবের বেশ ধারণ সন্ত্রাসী ও গড ফাদার খুন করতে আসা তারা হলেন, আবদুল মজিদের পুত্র সাবেক মেম্বার নেজাম উদ্দীন, বর্তমান মেম্বার মোঃ রফিক, পিতা- ঐ, মৃত হোসেন আলীর পুত্র নুরুল আবছার, বাদশাহ মিয়ার পুত্র জয়নাল আবেদীন, গোলাম রহমানের পুত্র আরিফুল হক, গুনু মিয়ার পুত্র আবুল হোসেন, আবদুল কুদ্দুসের পুত্র জামাল উদ্দীন, আবুল কাসেমের পুত্র জসিম উদ্দীন, মকজুলুর রহমানের পুত্র মোঃ মোজাম্মেল হক, দানু মিয়ার পুত্র আবু তাহের, সুলতান আহমদের পুত্র ফেরদৌস, ফারুক আহমদের পুত্র মামুন মেম্বার, ঠান্ডা মিয়ার পুত্র নুরুল ইসলাম, আলী আহমদের পুত্র আবু তাহের, লেদু মিয়ার পুত্র বেলাল উদ্দীন, ওবাইদুর রহমানের পুত্র এনামুল হক, ফজল করিমের পুত্র আবদুল কুদ্দুস প্রমূখ। লোহা গাড়া থানার ওসি শাহজাহান পি.পি.এম জানান, বড় হাতিয়া খুনের ঘটনাটি সত্যতার স্বীকাার করে বলেন, এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ভরযোগ্য সূত্রে আরো জানা যায়, এ ধরণের অপ্রীতিকর ঘটনা যাদের ইন্দনে কাজ চালাচ্ছে তারা হলেন, নেজাম উদ্দীন, রফিক মেম্বার, আবছার, আকতার, এনামুল হক, মামুন মেম্বার। এসব সন্ত্রাসী গড ফাদারকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির এলাকাবাসীর দাবী খুনের ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করা যাচ্ছে।
প্রেরক : মুহাম্মদ আবু বকর ছিদ্দিক
তারিখ ঃ ২৯/০৯/২০১২ ইং
Leave a Reply