ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কলে সিম ব্যবহার করায় দেশের ৬ মোবাইল ফোন অপারেটরকে প্রায় ৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে গ্রামীণফোনকে এক কোটি সাত লাখ ৯৫ হাজার ১২৫ টাকা জরিমানা করা হয়েছে। এই কাজে গ্রামীণফোনের দুই হাজার ৬১৭টি সিম ব্যবহার করা হয়েছে। এজন্য সিম প্রতি ৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়।
অবৈধ কল টার্মিনেশনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বিটিআরসি ও র্যাব এসব সিম উদ্ধার করে। আগামী এক মাসের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ টেলিযোযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই জরিমানা করে।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল রকিবুর রহমানের সই করা চিঠিতে এই জরিমানার বিষয়টি জানানো হয়। নিয়ম না মেনে সিম বিক্রি করায় গ্রামীণফোন ছাড়াও সিটিসেল, টেলিটক, এয়ারটেল, বাংলালিংক ও রবিকে জরিমানা করা হয়। ভিওআইপি কাজে মোট ১৫ হাজার ২৫৪টি অবৈধ সিম বিক্রির জন্য মোবাইল অপারেটরদের জরিমানা করা হয়েছে।
গ্রামীণ ছাড়াও এয়ারটেলকে দুই কোটি ৫৫ লাখ ২৫ হাজার ৫০০ টাকা, বাংলালিংককে এক কোটি ৫৯ লাখ টাকা, সিটিসেলকে ছয় লাখ ৫৫ হাজার টাকা, রবিকে ৫৩ লাখ ৯৯ হাজার টাকা এবং টেলিটককে ৪৬ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply