টেকনাফের শাহপরীরদ্বীপে এক ব্যক্তির রহস্য জনক ঘন ঘন বিদেশ সফর এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উক্ত ব্যক্তি চোরাইপথে মালয়েশিয়া আদম পাচার, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় প্রশয় ও তাদের জন্য তহবিল সংগ্রহসহ দেশদ্রোহী বিভিন্ন কর্মকান্ডে জড়িত রয়েছে বলে এলাকাবাসীর সুত্রে জানা গেছে। এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনী প্রশাসন ও গোয়েন্দা নজরদারী দরকার বলে এলাকাবাসী দাবী করেছেন। স্থানীয় লোকজন জানান- শাহপরীরদ্বীপ দক্ষিন পাড়ার হাকিম আলী খলিফার পুত্র মৌঃ কলিম উল্লাহ প্রতিমাসে ৪/৫ বিদেশ সফর করেন। আয়ের কোন উৎস নেই। অথচ তার সফরের তালিকায় পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাতসহ ১৬টি রাষ্ট্র রয়েছে। এসব রাষ্ট্রে নিয়মিত যাতায়াত ও সন্দেহ জনক চলাফেরায় অনেককে ভাবিয়ে তুলেছে। বিশ্বস্থ সূত্রে জানা যায়- তার নামে ভিন্ন ভিন্ন ঠিকানায় ২টি পাসপোর্ট রয়েছে। এক সাথে ২টি পাসপোর্ট ব্যবহার আইন বহির্ভুত। তার আসল কাজ কি ঘন ঘন বিদেশ যাতায়াতের খরচ যোগাগান দেয় কি ভাবে? এ প্রশ্নের উত্তরে বেরিয়ে আসে অনেক অজানা তথ্য। বিভিন্ন দেশে রোহিঙ্গাদের সাহার্যার্থে অনেক সংগঠন রয়েছে। এসব সংগঠন থেকে বায়তুল মাল কালেকশন করে বাংলাদেশে ব্যবহার করাই তার মূল কাজ। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সু-কৌশলে কয়েক বছর ধরে কাজ চালিয়ে গেলেও এলাকাবাসীর নজরে পড়ে। সম্প্রতি মিয়ানমারে বৌদ্ধ-মুসলিম দাঙ্গার সূত্র ধরে মালয়েশিয়া, থাইল্যান্ড সফর করে কয়েকদিন পূর্বে দেশে ফিরেছে। টেকনাফ সীমান্তের কতিপয় সন্দেহ জনক ব্যক্তিসহ গোপন বৈঠক শেষে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের প্রস্তুতি স¤পন্ন করে। কক্সবাজারে সাংবাদিক সম্মেলন থেকে ৭জনকে পুলিশ গ্রেফতারের পর উক্ত কলিম উল্লাহ তার সহযোগীসহ গা ঢাকা দিয়েছে। বর্তমানে তারা আমিরাবাদ তেন্ডল পাড়া নমক একটি গ্রামে বসে নতুন ভাবে পরিকল্পনা করছে বলে জানা যায়। এব্যাপারে কলিমুল্লাহর (০১৮১৭০৫৭৭৯৩) মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এখন দূরে আছি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। স্থানীয় সচেতন মহল তার সন্দেহ জনক বিদেশ সফর নিয়ে গোয়েন্দা সংস্থাসহ আইন শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার দাবী জানিয়েছেন। #
খবর জানেনা প্রশাসন/শতাধিক রমণী নিয়ে বিদেশে পালানোর অপেক্ষায়
আমার বাড়ি টেকনাফ শাহপরীরদ্বীপ। বস্তু নিষ্ট সংবাদ প্রকাশের জন্য টেকনাফ নিউজ ডট কমকে ধন্যবাদ। আপনার লেখা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা। শাহপরীরদ্বীপে অধিকাংশ মানুষ ভয়ংকর কলিম উল্লাহর সংবাদ প্রকাশের জন্য আনন্দিত। উক্ত কলিম উল্লাহ মৌলানার পোশাক পরিধান করে অন্যান্য হুজুরদের মান সম্মান ক্ষুন্ন করছে। এলাকার সবাই কলিম উল্লাহর অনৈতিক চরিত্রের জন্য তাকে ধিক্কার জানাই। লোকটির মুখে আল্লাহর রাসুলের নাম উচ্চারিত হলেও তা মূলত প্রতারণার উদ্দেশ্যে ব্যবসায়িক পূঁজি হিসাবে ব্যবহৃত হয়। শাহপরীরদ্বীপের মানুষ তাকে আন্তরিক ভাবে ঘৃণা করে। মৌলভী নামধারী কলিম উল্লাহ মূলত একজন বড় লমপট। ৭০ বছর বয়সে ২০ বছরের রোহিঙ্গা মহিলার প্রেমে পড়ে ৩৫ বছরের সংসার ও ১০ ছেলে-মেয়ে রেখে কেন পালিয়ে বেড়াচ্ছে। হুজুরের লেবাস পড়ে যারা জারজ সন্তানের জন্ম দেয় সে আবার কেমন ভাল মানুষ? তার ছোট ভাই মৌলভী নামধারী হাফেজ রফিকুল্লাহ একজন ধর্ম ব্যবসায়ি ও আদম পাঁচারকারী। বিভিন্ন দেশ থেকে মাদ্রাসার এতিম মিসকিনদের নামে চাঁদা এনে নিজের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান করে। এসব অবৈধ কর্মকান্ড শাহপরীরদ্বীপের মানুষ ভাল ভাবে জানে। আসুন আমরা এসব কলিমদের ঘৃণা করি।