আইআরআরবি চোখ বা আঙুলের ইশারায় মোটর গাড়ি চলবে; ডানে-বামে ঘুরবে, ভাবতে পারেন? হ্যাঁ প্রকৌশলীরা এমন এক গাড়ি তৈরি করেছেন যা চালাতে হলে স্টিয়ারিং হুইলে হাত রেখে বসে থাকতে হবে না; বরং চালকের ইশারা বুঝতে পারবে গাড়ি এবং সেভাবেই পথ চলবে অনায়াসে। এজন্য তারা একটি যন্ত্র তৈরি করেছেন। চালকের ইশারা-ইঙ্গিত ব্যবহার করে এ যন্ত্রের মাধ্যমে গাড়ি চালানো যাবে। এজন্য অবলোহিত রশ্মির সেন্সর বসানো থাকবে গাড়ির ড্যাশবোর্ডে। আর এর ভিত্তিতে চোখের ইঙ্গিত বা হাতের ইশারাকে গাড়ি নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে। গাড়িতে এজন্য লুকানো থাকবে একটি কম্পিউটার। তাকে শেখানো হবে কোন ইঙ্গিতের কি মানে। তবে ভুলে চোখ ইশারা করলে গাড়ি যেন উল্টাপাল্টা পথচলা শুরু না করে কিংবা অনাকাক্সিক্ষত কাজ না করে তারও ব্যবস্থা রাখা হয়েছে।
Leave a Reply