সিরাজুল হক সিরাজ… গভীর বঙ্গোপ সাগরে শক্তিশালী ফিশিং ট্রলারগুলিতে বিখ্যাত মা ইলিশ মাছ জালে ধরা পড়ছে। গভীর বঙ্গোপ সাগরে (লামার বাহারা নামক স্থানে) ৪২ বাম গভীর পানিতে শক্তিশালী ফিশিং ট্রলারগুলিতে বিখ্যাত মা ইলিশ মাছ তাদের জালে ধরা পড়ার খবর পাওয়া গেছে। কুতুবদিয়ার ছৈয়দ নুর মাঝি, হাবিল মাঝি, মহেশখালীর ননাইয়া মাঝি, ইসলাম মাঝি, বদি আলম মাঝি বলেন, লামার বাহারা ৪৫ বাম পানির গভীরে একদম জালের নিচের মাথায় বিখ্যাত মা ইলিশ ধরা পড়েছে। এসব ইলিশ মাছ বিগত ৪/৫ বছর পর্যন্ত পাওয়া যায় নি। তাদের অনুমান সোনার চর নামক দক্ষিণ পশ্চিমে গভীর সাগরে পানির রং একটু হলদে ধরনের পানির পরিমাণ ৪৫ বাম, ঐ পানিতে তরঙ্গ খুবই ঘন ঘন বলে মাঝিরা জানায়। প্রতিটি খেও বা খোপে জাল টানিলে জালের একদম নিচের মাথায় মা ইলিশ মাছ জালে ধরা পড়ে ৩শ থেকে ৩শ ৫০টি পর্যন্তÍ। এই ভাবে রাত্রে দুটি খেও বা খোপে জাল মারিয়া টানিয়া মাছ পাই। এ পর্যন্ত প্রতিটি ট্রলারে ২ হাজার, ২২ শ পর্যন্ত মা ইলিশ মাছ তারা পাইয়াছেন। এখনো ঐ পানিতে তারা প্রাণ পণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জাল মারিয়া মাছ ধরার জন্য। তারা খুবই আনন্দিত। এই মা ইলিশগুলি তাদের কথামত প্রতিটি দেড় কেজি হইতে ২কেজির কাছাকাছি হবে বলে জানান। মাঝিদের থেকে জিজ্ঞাসা করিলে কতটা ফিশিং ট্রলার আছে ঐ পানিতে, তারা বলে ১৮/২০ টির মত শক্তিশালী ফিশিং ট্রলার আছে উক্ত গভীর সমুদ্রে পানিতে।
Leave a Reply