মিয়া গোলাম পরওয়ারসহ দেশব্যাপী নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার খুলনায় হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
খুলনার সাবেক সংসদ সদস্য গোলাম পরওয়ারকে গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করা হয়।
তবে জেএসসি ও জেডিসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে খুলনা মহানগর জামায়াতের আমির আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ঢাকার মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারকে সোমবার রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতেও পেয়েছে পুলিশ।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত ৫ নভেম্বর মতিঝিলে জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর গত কয়েকদিনে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াতকর্মীরা। গ্রেপ্তার করা হয় শতাধিক নেতা-কর্মীকে।
পরওয়ারকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকালে খুলনা মহানগর ও জেলা জামায়াত জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকেই হরতালের সিদ্ধান্ত হয়।
আবুল কালাম বলেন, “গোলাম পরওয়ারের মুক্তি এবং সারা দেশে নেতা-কর্মীদের ওপর নির্যাতন-জুলুমের প্রতিবাদে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
বৈঠকের পর হরতালের সমর্থনে নগরীর ওয়ার্ডগুলোতে মিছিল করে জামায়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৪৩ ঘ.
Leave a Reply