সংবাদ বিজ্ঞপ্তি খুটাখালী জামায়াতের কারামুক্ত নেতাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা বুধবার বিকালে খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর হেদায়েত উল্লাহ। তিনি বলেন, জামায়াত ইসলামী দেশের ঐতিহ্যবাহী একটি গণতান্ত্রিক সংগঠনের নাম। দেশের প্রতি জাতীয় ও স্থানীয় নির্বাচনে এ সংগঠনের প্রতিনিধিত্ব ছিল। তা ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে এ সংগঠনের ভূমিকা আপষহীন। জুলুম নির্যাতন চালিয়ে জামায়াতের আন্দোলনকে কোন অবস্থাতেই দমানো যাবেনা। অনুষ্ঠানে গত ১৫ ফেব্রুয়ারী মিথ্যা মামলায় আটক খুটাখালীর ২৪ নেতাকর্মীর কারামুক্তিতে দলের পক্ষ থেকে তাদের সংবর্ধিত করা হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহছান উদ্দিন রিটনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য নুরুল আমিন, স্থানীয় চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, মাওলানা শাহাব উদ্দিন আরমান ও সাবেক ছাত্র নেতা রিহাবুল আলম। এতে বক্তব্য রাখেন ডা. কাজী শওকতুর রহমান, কারামুক্ত জামায়াত নেতা আব্দুল হাকিম ও মাষ্টার রিদুয়ানুল হক।