কক্সবাজারের খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রহমান মোঃ আয়াছ গুরুতর আহত হয়ে বর্তমানে ডুলহাজারাস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ট্রান হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। গতকাল ২৯ জুন বিকেলে খুটাখালী বাজারে ওই দুর্ঘটনা ঘটে। আহত আয়াছ খুটাখালী ইউনিয়নের মেধাকচ্চপিয়া গ্রামের হাজী সোলতান আহামদের পুত্র। জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বাজার এলাকা অতিক্রমকালে আয়াছকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় জনসাধারনের সহায়তায় তাকে মালুমঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এস.এম.তারেক,২৯/৬/১২ইং।
Leave a Reply