মোঃ রেজাউল করিম…খুটাখালীতে শিশু পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ অক্টোবর গভীর রাতে ইউনিয়নের নলবনিয়া বাককুম পাড়ার পায়খানার গর্ত থেকে তার লাশ উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ। নিহত শিশু মোহাম্মদ রিফাত (৫) বর্ণিত এলাকার ছৈয়দ আকবরের পুত্র। জানা যায়, রবিবার রিফাতের মা ছোট ছেলেকে চকরিয়া হাসপাতালে ভর্তি করায়। এ সময় বড় ছেলে রিফাতকে তার দাদী ও চাচীর কাছে রেখে যান। এদিকে তার পিতা ছৈয়দ আকবর সন্ধ্যায় বাড়ীতে ফিরে ছেলের খোঁজ নিলে কোথাও পাওয়া যাচ্ছেনা। পরে রিফাতের চাচী লালুকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করিলে তিনি পায়খানার গর্তের দিকে দেখার জন্য বলে। স্থানীয়রা পায়খানার গর্তের উপরের ছাটায় তুললে শিশুর লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি করেন। এ ঘটনায় রিফাতের চাচী লালুকে পুলিশ আটক করেছে। স্থানীয়দের মতে লালুর সাথে রিফাতের মায়ের ঝগড়া ছিল। হয়ত সে সুত্র ধরে এ ঘটনা ঘটিয়েছে। শিশু পুত্র খুন হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে।
Leave a Reply