ছোটবেলা থেকেই হাসান স্বপ্ন দেখে ছিনেমার খলনায়ক হবে আর সেই স্বপ্নকে সফল করার জন্য চালাতে থাকে তার খলনায়ক হবার সাধনা,খলনায়কদের অনুকরনে পোষাক পরিচ্ছেদ পরা তাদের ষ্টাইলে কথা বলা,এটা তার নিত্য দিনের কাজ। অনেক কষ্টে এফ.ডি.সির একজনের মোবাইল নাম্বার সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে খলনায়ক হবার জন্য। এফ.ডি.সির লোকটা একদিন গ্রামে আসে হাসানকে দেখার জন্য তখন হাসানকে বলে তাকে খলনয়ক হতে হলে ৫০০০০ হাজার টাকা দিতে হবে যা ছিনেমা করার পরে ফেরত পাবে। হাসানের সম্বল বলতে থাকে তার মাথাগোজার ঠাই ভিটাবাড়ি হাসার তার শেষ সম্বল বন্দক রেখে টাকা তুলে দেয় এফ.ডি.সির সেই লোকের কাছে। সে তাকে কথা দিয়ে যায় একদিন পরে এসে হাসানকে নিয়ে যাবে কিন্তু একদিন যায় দুইদিন যায় সে আর ফিরে আসেনা তার মোবাইলে কল করে দেখা যায় মোবাইলটাও বন্ধ। হাসান কি করবে আর বুঝতে পারেনা এখন সে তার ভিটেবাড়ি আর ফিরে পাবেনা টাকা ফেরত না দিলে। এবং তার খলনায়ক হবার স্বপ্নও আর পুরন হল এই কষ্টে হাসান আত্তহত্তার পথ বেছে নেয়।
জুয়েল হাসানের রচনা ও পরিচালনায় এমন একটি টেলিফিল্মে অভিনয় করলেন আ.খ.ম.হাসান। সম্প্রতি গাজীপুরের পুবাইলে এ টেলিফিল্মটির শুটিং শেষ হয়। টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন,হুমায়ারা হিমু,রাশেদ মামুন অপু,মাহামুদুল ইসলাম সেলিম,আমিনুল ইসলাম আকাশ,সিমান্ত ,ফয়সাল,মাইনুল,আরো আনেকে। টেলিফিল্মটি ঈদে প্রচারিত হবে।
জুয়েল হাসান। নাট্যকার ও পরিচালক ০১৭১০-৪৭৭৯২০
Leave a Reply