হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ….……উপজেলা আইন শৃংখলা, চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেছেন- কোন অবস্থাতেই মিয়ানমার রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেয়া যাবেনা। রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে করতে না পারে সে জন্য সীমান্তের আইন শৃংখলা বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানান। মিয়ানমারের আরাকান রাজ্যে সৃষ্ট রোহিঙ্গা রাখাইন জাতীগত সংঘাত ঘটনার পর টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি পুলিশ, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থার ভূমিকার প্রশংসা করে তিনি তাদেরকে সভার পক্ষ থেকে ধন্যবাদ জানান। ২৮ জুন টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সভা ধারাবাহিকভাবে অনুষ্টিত হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও কমিটির সভাপতি আ ন ম নাজিম উদ্দীন এতে সভাপতিত্ব করেন। উন্নয়ন সমন্বয় কমিটির সভার সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া। এতে ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী, মহিলা ভাইস চেয়ারম্যান মিছবাহার ইউসুফ, এ্যাসি ল্যান্ড আবদুল্লাহ আল মামুন, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, টেকনাফ সদর, হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, বিজিবি কোম্পানী কমান্ডারগণ, টেকনাফ থানার রাজু ও সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভায় টেকনাফের আইন শৃংখলা এবং সীমান্তে চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ ও আদম পাচারসহ ইত্যাদী বিসয় নিয়ে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবচেয়ে বেশী আলোচিত হয়েছে অতি সম্প্রতি মিয়ানমারের আরকান রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা। সমন্বয় সভায় সরকারী দপ্তর ওয়ারী এবং উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply