আবদুল আলীম নোবেল…কক্সবাজার জেলা প্রশাসকের উদ্যেগে আয়োজিত নানা কর্মসূতির মধ্যে দিয়ে উদযাপন হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
বিশ্ব পর্যটন দিবসে জেলা প্রশাসনের দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা প্রাশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রাশাসক জয়নুল বারীর নিতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি বের হয়ে হোটেল মোটেল জোন এলাকা হয়ে লাবণী পয়েন্ট গিয়ে শেষ হয়েছে। ওই সময় উপ¯ি’ত ছিলেন পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর, জেলা মুক্তিযুদ্ধা কমন্ডার মাঃ শাহাজানসহ ¯’ানীয় পর্যটন ব্যাবসায়ী বিভিন্ন নেতৃবৃন্দ। পরে লাবণী পয়েন্ট থেকে শুরু করে সী ইনপয়েন্ট পর্যš– সৈকতের বালিয়াড়িতে চলছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এছাড়া বিকাল তিন টার দিকে জেলা প্রাশাসন সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস ২০১২ উপলক্ষে প্রতিপাদ্যা বিষয় পর্যটন ও টেকসই জ্বালানী বিষয়কে সামনে রেখে জেলা প্রাশাসন আয়োজিত ট্যুরিষ্ট অপারেটর এসোসিয়েশন এর সহযোগিতায় কক্সবাজরের পর্যটন বিষয়ের উপর এক গোলটেবিলের আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ছৈয়দ নুরুল বসির এর সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় উপ¯ি’ত ছিলেন জেলা প্রাশসকের নির্বাহী ম্যাজিট্্েরষ্ট বেগম সেলিনা কাজী, আনোয়ার হোসেন, আহাম্মদ আলী, বাংলাাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যাব¯’াপক মোঃ নুরুল ইসলাম,পালর্সের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কানন পাল, কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি হাজী শফিক আহাম্মদসহ বিভিন্ন ট্যুরিজম ব্যাবসায়ী নেতৃবিন্দ। ওই সময় বিশ্ব পর্যটন দিবসের অনুষ্টানে নেতৃবৃন্দ বলেন কক্সবাজারে পর্যটনের নানা সমস্যার কথা ওঠে আসলেও কোয়াশার চাঁদরে ঢাকা রয়েছে কক্সবাজারের উন্নয়ন। অপরিকল্পিত ভবন নির্মাণ, অপরিস্কার পরিবেশ, নিরাপদ পানি, টেকসই ট্যুরিজম, সরকারী হোটেল মোটেলে পুরানো আদলে সেবাদান, রা¯–াঘাটের অনউন্নয়ন, পর্যটক হয়রানি, রিক্সসা, টমটমে অতিরিক্ত ভাড়া আদায়, মানস্মত সেবার অভাব। তবে এসব সমস্যা সমধানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোন উদ্যেগ দেখা যাচ্ছে না বলে জানান তারা।
তাছাড়া রাত ৮ টায় সমুদ্রর পাড়ে জেলা প্রাশসনের উমুক্ত কবিতা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
Leave a Reply