ওবাইদুল হক আবু চেীধুরী,উখিয়ানিউজ ডটকম:উখিয়ায় কুতুপালং শরনার্থী
ক্যাম্পে জুয়াড়ি সিন্ডিকেট সক্রিয়।ঈদকে সামনে রেখে কুতুপালং ক্যাম্প
প্রশাসনকে ম্যানেজ করার জন্য লক্ষ টাকার মিশন নেমেছে জুয়াড়ি গ্রৃপ।
ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে সমান তালে চলছে জমজমাট জুয়ার আসর। স্থানীয়
ক্যাম্পের পুলিশ প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে প্রভাবশালী
জুয়াড়ি সিন্ডিকেট রমরমা এ আসর চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ,
অন্যান্য সময়ের ন্যায় পবিত্র রমজানেও উখিয়ার বিভিন্ন পয়েন্টে চালু জুয়ার
আ্ড্ডা গুলো পূর্ববৎ বহাল রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, কুতুপালং শরনার্থী
ক্যাম্পের অভ্য্ান্তরে ও বখতিয়ার মার্কেটের পেছনে ভাড়া বাসায় দীর্ঘদিন
যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছে জুয়াড়িরা। উক্ত আসরে জেলার বিভিন্ন স্থান সহ
বৃহত্তর উখিয়া উপজেলার জুয়াড়িরা সমবেত হয়ে থাকে। জমজমাট জুয়ার আসরের
পাশাপাশি চলে মদের মহোৎসব। স্থানীয় সচেতন মহলের চক্ষুকে ফাঁকি দিয়ে আড়ালে
দিব্যি চালানো হচ্ছে আসর গুলো। স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরেই
অনেকদিন যাবৎ সমাজ বিধ্বংসী এ অপকর্ম চলতে থাকলেও অদৃশ্য কারণে পুলিশ
নিরব দর্শকের ভূমিকা পালন করছে। স্থানীয়দের প্রতিবাদের পরও জুয়াড়ি চক্র
প্রভাবশালী ও প্রশাসনের ছত্র ছায়ায় অনড় রয়েছে। এতে করে দিন দিন জুয়াড়ি ও
মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফতুর হয়ে পড়ছে অনেকে।
Leave a Reply