মুহাম্মদ আবু বকর ছিদ্দিক…রামুর কচ্ছপিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন ও সাবেক চেয়ারম্যান মৌলানা মোকতার আহমদ নিজেদের দীর্ঘদিন ষœায়ু বিরোধ ভুলে গিয়ে একে অপরের সাথে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এলাকায় সাধারণ মানুষের মাঝে ধারণা ছিল, ইউপি নির্বাচনের পর থেকে এই দুই জনপ্রতিনিধির মধ্যে অলিখিত বিরোধ চলে আসছিল। কিন্তু মৌলানা মোকতার আহমদ শুক্রবার বর্তমান চেয়ারম্যান নুরুল আমিনের বাড়িতে গিয়ে মানুষের সেই ধারণার অবসান করেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌলানা মোকতার আহমদ দীর্ঘক্ষণ চেয়ারম্যান নুরুল আমিনের বাড়িতে সময় কাটান এবং নিজেদের মধ্যে ব্যক্তিগত ও ইউনিয়নের উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।
ওই সময় বর্তমান ও সাবেক এই চেয়ারম্যান ইউনিয়নের উন্নয়ন ও যে কোন প্রয়োজনে একে অপরের সাথে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তারা দুইজনই এলাকাবাসিকে কোন কান কথায় বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান।
ওই সময় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি কলেজের অধ্যক্ষ আ ন ম রফিকুল ইসলাম,কোম্পানি আবু তাহের, সাবেক চেয়ারম্যান মৌলানা মোকতার আহমদের ছেলে মহিউদ্দিন, মোস্তাক আহমদ সওদাগর, জয়নাল আবেদীন মেম্বার, রশিদ আহমদ, দুদু মিয়া, জাফর আহমদসহ এলাকার গণ্যমান্য শতাধিক মানুষ।
Leave a Reply