কক্সবাজার সমুদ্র সৈকতের গোসল করতে নেমে দুইজনের মৃত্যু হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ শুক্রবার সকালে ছয় বন্ধু মিলে সাগরে গোসল করতে নামে । এসময় তারা ছয় জনই গুপ্ত খালে আটকে গেলে লাইফ গার্ডের কর্মীরা চার জনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করলেও মোস্তফা ও আরমান নামের দুই জন সাগরের পানিতে তলিয়ে যায় । নিহত দুইজন কক্সবাজার শহরের পাহাড় তলীর বাসিন্দা । নিহতের স্বজন ও লাইফ গার্ডের কর্মীরা স্প্রীড বোটে করে তল্লাশী চালিয়ে দুই জনের লাশ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
Leave a Reply