টেকনাফ নিউজ ডেস্ক…এবার কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিনে চালু হচ্ছে নৌ সার্ভিস। আজ শনিবার থেকে খুলছে জলপথের এই নতুন রুট। তবে আপাতত দিনে একটি মাত্র জাহাজই চলাচল করবে এই পথে।
জানা যায়, সরকারের অনুমতি সাপেক্ষে ‘বে ক্রুজ ইনটারন্যাশনাল’ নামক একটি ট্যুরিজম সংস্থা কক্সবাজার-সেন্টমার্টিন জলপথে সরাসরি এই যোগাযোগ চালু করছে। বুধবার বিকালে স্থানীয় একদল সাংবাদিককে সমুদ্রে অবস্থানরত জাহাজে নিয়ে গিয়ে নতুন এই নৌ পথ সার্ভিসের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ‘বে ক্রুজ ইনটারন্যাশনাল’ এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব:) এটিএম জহিরুল আলম।
তিনি জানান, বাংলাদেশে নৌ পথ যোগাযোগের আগের অবস্থা ফিরিয়ে আনা এবং পর্যটন শিল্পের উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, আপাতত ২৫২ আসন বিশিষ্ট একটি সুপরিসর ও বিলাসবহুল জাহাজ এই পথে চলাচল করবে। মাত্র আড়াই ঘন্টায় গন্তব্যে পৌঁছানো যাবে এই জাহাজে। সৈকতের লাবণী পয়েন্টের হোটেল মিশুক এলাকায় জাহাজের টিকেট কাউন্টার স্থাপন করা হয়েছে। সৈকতের ডায়বেটিক পয়েন্টে নোঙ্গর করা শীপে যাত্রীদের স্পীড় বোটে করে নিয়ে যাওয়া হবে।
পরবর্তীতে কক্সবাজার-টেকনাফ এবং অনুমোদন পাওয়া গেলে মিয়ানমারের আরাকান প্রদেশের রাজধানী আকিয়াব বা সিতওয়ে পর্যন্ত নৌ সার্ভিস চালু করা হবে বলে আরো উল্লেখ করেন তিনি।
তিনি জানান, ইতোমধ্যে কক্সবাজার-সেন্টমার্টিন নৌ পথে পরীক্ষামূলক চলাচল সফলভাবে শেষ করা হয়েছে। এতে সাংবাদিকসহ পর্যটন সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, কক্সবাজারের পর্যটন শিল্প এবং জলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার এই নতুন রুট চালুর অনুমতি দিয়েছে।
তিনি আশা করেন, এর মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উম্মোচিত হবে।
জানা যায়, বৃটিশ আমলে কলকাতা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ এবং মিয়ানমারের আকিয়াব (বর্তমান নাম সিতওয়ে, আরাকান বা রাখাইন প্রদেশের রাজধানী) হয়ে রেঙ্গুন (ইয়াঙ্গুন, মিয়ানমারের সাবেক রাজধানী) পর্যন্ত সরাসরি নৌ-যোগাযোগ চালু ছিল। উপ মহাদেশ ভাগের পর এই যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে গেলেও চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যোগাযোগ ছিল স্বাধীনতার পরেও। কিন্তু জলপথের চেয়ে সড়ক পথ সহজলভ্য হওয়ায় পরবর্তীতে যাত্রীর অভাবে ধীরে ধীরে নৌ সার্ভিস বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, বর্তমানে দেশের অন্যান্য জেলা থেকে কক্সবাজার হয়ে সড়ক পথে টেকনাফ এবং টেকনাফ থেকে নদী ও সমুদ্র পথে সেন্টমার্টিন যেতে হয়। এতে সময় লাগে অন্তত সাড়ে ৪ ঘন্টা। নতুন নৌ-সার্ভিস চালু হলে সময়ের অনেক সাশ্রয় হবে।
Leave a Reply