আমিনুল ইসলাম….গ্রুপ থিয়েটার চর্চার অন্যতম নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটারের নিয়মিত দর্শক সৃষ্টির লক্ষ্যে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে থিয়েটারের ২২তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘যখন বৃত্তের বাইরে’ মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকীতে কবির প্রতি শ্রদ্ধার নিদর্শন কবিগুরুর ছোট গল্প ‘ মুসলমানীর গল্প’ নাটক ‘যখন বৃত্তের বাইরে। সমাজের ধর্মী কসংস্কার এর কারণে অসহায় নারীর কমলার জীবনে যে করুণ পরিনতি তা এ নাটকে ফুটে উঠেছে। মানুষকে ধর্মীয় পরিচয়ে বিচার না করে তার চারিত্রিক, পারিপার্শ্বিকতা দিয়ে বিচার করলেই পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যায়। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচায্য। কক্সবাজার থিয়েটারের ৩০ বছর পূর্তির উপলক্ষ্যে বছর ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ নাটকটির ৭ম প্রদর্শনী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অংশ গ্রহণ করেন, ইসমত আরা ইসু, সুচিত্রা পাল চুমকি, রুনা আক্তার, তাপস বড়–য়া, বদরুল আলম লিটন, তাপস রক্ষিত, প্রবাল পাল, সাগর পাল, আবু দাউদ চৌধুরী রিপন, দেবাশিষ দাশ দেবু, গিয়াস উদ্দিন মুকুল, আবুল মনজুর, আশুতোষ রুদ্র, নাজমুল করিম জুয়েল, ফাল্গুনী দাশ ফাগু, অমির দাশ প্রমূখ।
Leave a Reply