হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ সরকার পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কক্সবাজার জেলায় ১ হাজার ৫৯৩.২৩০ মেঃ টন চাল বরাদ্ধ দিয়েছে। কক্সবাজার জেলার ৮ টি উপজেলার মধ্যে সর্বোচ্চ বরাদ্ধ হয়েছে চকরিয়া উপজেলা এবং সর্বনিম্ম কুতুবদিয়া উপজেলা। টেকনাফ উপজেলার অবস্থান ২য় পর্যায়ে রয়েছে। ১ লক্ষ ৫৯ হাজার ৩২৩ টি পরিবার এ সহায়তা পাবে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি হারে চাল দেয়া হবে। তবে উপকারভোগী বাচাইয়ের েেক্ষত্রে ১২ টি শর্তের মধ্যে যে কোন ৪ টি শর্ত আবশ্যিকভাবে পূরন করা বাধ্যতামূলক করে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। শর্তের মধ্যে রয়েছে- যে পরিবারের মালিকানায় কোন জমি নেই বা ভিটে-বাড়ী ছাড়া কোন জমি নেই, পরিবার দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষা বৃত্তের উপর নির্ভরশীল, পরিবারের উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক পুরুষ সদস্য নেই, স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, পরিবারের উপার্জনশীল কোন সম্পদ নেই, পরিবারের প্রধান স্বামী পরিত্যক্ত/ বিচ্ছিন্ন বা তালাক প্রাপ্ত মহিলা, পরিবার প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা, পরিবার প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধি, পরিবার কোন ক্ষুদ্র ঋণ প্রাপ্ত হয়নি, পরিবার প্রাকৃতিক দুর্যোগে শিকার হয়ে চরম খাদ্য/ অর্থ সংকটে পড়েছে, পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দু’বেলা খাবার পায়না। উপজেলা ভিত্তিক বরাদ্ধকৃত কার্ড ও চালের পরিমান হচ্ছে কক্সবাজার সদর উপজেলায় ২০ হাজার ২৮৮ টি কার্ডের বিপরীতে ২০২.৮৮০ মেঃটন চাল, রামু উপজেলায় ২০ হাজার ১৭৮ টি কার্ডের বিপরীতে ২০১.৭৮০ মেঃটন, চকরিয়া উপজেলায় ২৪ হাজার ৬৮৮ টি কার্ডের বিপরীতে ২৪৬.৮৮০ মেঃটন, পেকুয়া উপজেলায় ১৬ হাজার ৪০৪ টি কার্ডের বিপরীতে ১৬৪.০৪০ মেঃটন, মহেশখালী উপজেলায় ২২ হাজার ৮৪০ টি কার্ডের বিপরীতে ২২৮.৪০০ মেঃটন, কুতুবদিয়া উপজেলায় ১৩ হাজার ৪৭০ টি কার্ডের বিপরীতে ১৩৪.৭০০ মেঃটন, উখিয়া উপজেলায় ১৭ হাজার ৮৯৪ টি কার্ডের বিপরীতে ১৭৮.৯৪০ মেঃটন ও টেকনাফ উপজেলায় ২৩ হাজার ৫৬১ টি কার্ডের বিপরীতে ২৩৫.৬১০ মেঃটন চাল। মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্র এবং নির্দেশনা মোতাবেক উপকারভোগীদের তালিকা তৈরী করে রমজান মাসের মধ্যেই উক্ত চাল বিতরণ কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। পবিত্র মাহে রমজানের প্রায় অর্ধেক চলে গিয়েছে। কিন্তু এখনো তালিকার কাজ শুরুই হয়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে। এদিকে সাম্প্রতিক অতি বর্ষন ও সমুদ্রে জোয়ারের কারনে খুব বেশী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরনের জন্য টেকনাফ উপজেলায় ২ লক্ষ নগদ টাকা এবং ১৯৮ টি কার্ডে পরিবর্তে ৫.৯৪০ মেঃ টন চাল বরাদ্ধ দিয়েছিল। উক্ত ভিজিএফ সাহায্য ২৫ জুলাইয়ের মধ্যে বিতরন করার নির্দেশনা থাকলেও তা যথাসময়ে বিতরন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
Leave a Reply