বার্তা পরিবেশকঃ ৯০ এর ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম জননেত্রী শেখ হাসিনার মনোনয়নে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কিিমটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ শহর শাখা কর্তৃক দেওয়া সংবর্ধনা সভায় বলেন স্বাধীনতার মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মম হত্যাকান্ডের পরে আওয়ামীলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য খুবই দুর্দিন ছিল। অনেক চেনা মানুষ ছিল অচেনা। সেই দু:সময়ে ইতিহাসের এক মহান প্রতিষ্টান বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হয়ে পা রেখেছিলাম। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা দখল মুজিব আদর্শের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তিনি বলেন বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্রলীগের সক্রিয় কর্মী হয়েছি।
অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পরে জননেত্রীর শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় এনেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রলীগ প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেকে যোগ্যতম করার সুযোগ পেয়েছি। তাই তিনি উল্লেখ করেন ছাত্রনেতা থেকে জননেতা হয়েছি, যাহা ছাত্রলীগের অবদান। আমি ৬ই আগষ্ট স্থানীয় হোটেল পালংক্যির মিলনায়তনে শহর ছাত্রলীগ সভাপতি মোরশেদ হোসাইন তানিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা কৃৃষকলীগ সহ-সভাপতি আানিসুল হক চৌধুরী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, সহ-সভাপতি নুরুল আশফাক নিউটন, জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে জালাল উদ্দিন মিঠু, জাহাঙ্গীর আলম, জাহেদুল ইসলাম রুবেল, ইসমাইল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিল্টন, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আলিফুজ্জামান শুভ, সদস্য আবদুল মজিদ। এতে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন কক্সবাজার কমার্স কলেজ ছাত্রলীগের মঈন উদ্দিন, বিপ্লব, মো: রানা, মো: ইমরান, মো: হোসেন, কামরুল, দিদার, সিটি কলেজ ছাত্রলীগ নেতা ইরফান হোসাইন, আলাউদ্দিন ও সিফাত প্রমুখ।
সংবাদ প্রেরক।
আবু তাহের আজাদ
সাধারন সম্পাদক
কক্সবাজার জেলা ছাত্রলীগ।
Leave a Reply