সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান
বার্তা পরিবেশক……..কক্সবাজার সদর ও রামু উপজেলাসহ জেলার বন্যাদূর্গত মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে সদর ও রামু উপজেলাকে সরকারি ভাবে দূর্গত এলাকা ঘোষনার দাবি জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনেরসাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। একই সাথে তিনি সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবান, সমাজসেবি, রাজনীতিবিদ ও এনজিও সংগঠনগুলোকেও দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান এক বিবৃতিতে জানিয়েছেন, কয়েকদিনের টানাবর্ষণে কক্সবাজার সদর ও রামু উপজেলাসহ জেলার বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। হাজার হাজার বসতবাড়ি পানির নিচে ডুবে আছে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এমনও জানা গেছে, হাজার হাজার মানুষের ঘরে প্রতিদিনের রান্নাও হচ্ছে না।
তিনি দাবি করেছেন, কক্সবাজার সদর ও রামু উপজেলার বিস্তীর্ণ এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। কোন কোন এলাকায় আইন শৃংখলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে।এই বিপর্যয়ের মধ্যেও ডাকাতির মতো জঘন্য কর্মকান্ড করছে কিছু মানুষ। তাছাড়াও বিভিন্ন এলাকায় গবাদি পশুর মৃত্যু হয়েছে।
তিনি অতিদ্রুত কক্সবাজার সদর ও রামু উপজেলাকে ‘দূর্গত এলাকা’ ঘোষণার দাবি জানিয়েছেন।
সাবেক এই সাংসদ সদর-রামুসহ জেলাজুড়ে অসহায়ভাবে মৃত্যুবরণকারি সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এই দূর্যোগেও যে সব এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে সে সব এলাকায় দ্রুত আইন শৃংখলা বাহিনীকে নজর দেয়ার জন্য জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
সংবাদ প্রেরক
আনছার হোসেন
কক্সবাজার।
Leave a Reply