১৮ দলীয় জোট জেলা শাখার এক সভা শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে গতকাল সকাল ১১ টায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক, সাবির্ক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জোটের শীর্ষ পর্যায়ের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার আমীর মোহাম্মদ শাহজাহান, ইসলামী ঐক্যজোটের সভাপতি হাফেজ ছালামত উল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি, কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এ.টি.এম. নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল জি.এম. রহিমুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এল.ডি.পির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি আর. এ. এম. ইসমাঈল ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল্লাহ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি-এন.পি.পি সহ-সভাপতি আসাব উদ্দিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে হযরত মুহাম্মদ (সাঃ) কে ব্যঙ্গ করে চলচিত্র নির্মাণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং উক্ত চলচিত্র নির্মাতা চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিনিধি সভা এবং ৩০ সেপ্টেম্বর সকল উপজেলা-পৌরসভায় কেন্দ্রীয় কর্মসূচী যথাযথ পালনে আহবান জানানো হয়। সভায় উপজেলা/পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে ১৮ দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তাপ্রেরক
=স্বাক্ষরিত=
ইউসুফ বদরী
দপ্তর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
কক্সবাজার জেলা শাখা
মোবাইল ঃ ০১৭১১-৪০৭৮৮৩।
Leave a Reply