আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার/
কক্সবাজারের উখিয়া ও রামু থেকে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২ দালালসহ ১০ জনকে পুলিশ আটক করেছে।
উখিয়ার ইনানী ও রামু হিমছড়ি সৈকত থেকে ২৬ নভেম্বর সোমবার সকালে এদের আটক করা হয়। এদের মধ্যে ৫ জন মিয়ানমারের নাগরিক রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন-উখিয়ার ডেইলপাড়া গ্রামের আহমদ হোসেনের পুত্র জসিম, একই গ্রামের আব্দুল ছালামের পুত্র আবু তাহের এবং মিয়ানমারের মংডু শহরের মৃত ফোরকান আহমদের পুত্র রবিউল আলম, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার নুরুল হকের পুত্র রিদুয়ান, টেকনাফ মোছনী এলাকার সুলতান আহমদের পুত্র হাবি হোছন, কুতুপালং ক্যাম্পের শামসুদ্দিনের পুত্র মো. রইচ, সালেহ আহমদের পুত্র বরিউল কাদের, মিয়ানমারের থানাইচুর সালাহ আহমেদের পুত্র ইসমাইল, মেহেরপুর জেলার বাইপাড়া গ্রামের একরামুল হকের পুত্র ইলিয়াছ ও মহেশখালী হোয়ানক ইউনিয়নের পূর্ব মাঝের পাড়ার মাঝু মিয়ার পুত্র মোহাম্মদ সেলিম।
ইনানী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সায়েদ জানিয়েছেন, সোমবার ভোরে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২ দালালসহ ৩ জনকে আটক করা হয়।
অপরদিকে, হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিমছড়ি সৈকত দিয়ে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার সময় সোমবার সকাল ১০ টায় ৭ জন আটক হন।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করে আটক ব্যক্তিদের উখিয়া ও রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান।
Leave a Reply