কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা আঞ্চলিক সড়কের সমুদ্র স্মরণী বেইলি সেতুটি ভেঙে গেছে। শুক্রবার দুপুরে একটি লবণবাহী ট্রাক সেতুর ওপরে উঠলে সেটি ভেঙে যায়। এতে কক্সবাজার ও চট্টগ্রামের সঙ্গে পেকুয়া এবং কুতুবদিয়া উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গে
পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু জানিয়েছেন, দুপুরের দিকে পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার মধ্যে সংযোগ রক্ষাকারী এই বেইলি সেতুতে একটি লবণবাহী ট্রাক উঠে। এ সময় হঠাৎ সেতুটি ভেঙে পড়ে যায়। এতে লবণবাহী ট্রাকটিও খালে পড়ে উল্টে পড়ে। সেতুটি ভেঙে যাওয়ায় এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
Leave a Reply