কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়ার বাসিন্দা আবু তাহেরর ছেলে মনিরুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকায় শহিদুল্লাহর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।বুধবার দুপুরে এই বিরোধের জের ধরে কথা কাটাকাটির সময় প্রতিপক্ষের লোকজন মনিরুলকে মারধর করে। একপর্যায়ে গাছের টুকরা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়।
Leave a Reply