টেকনাফ নিউজ ডেস্ক…কক্সবাজার শহরে ভেজার বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি ভ্রাম্যমাণ টিম।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমদের নেতৃত্বে একটি টিম শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালায়।
ভ্রাম্যমাণ টিমের সদস্যরা বাজার ঘাটার দুইটি মিষ্টির দোকানে পঁচা, দুর্গন্ধযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে জরিমানা আদায় করে।
পরে বেশ কয়েকটি ফলের দোকানে আম, আপেল ও মাল্টায় কিট দিয়ে পরীক্ষা করে ফলমালিন সনাক্ত করে। এসময় ওইসব ফলের দোকানেও জরিমানা ধার্য করে।
এ সময় স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমদের নেতৃত্বে কয়েকজন নেতা সংঘবদ্ধভাবে এসেই খাদ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (বিসিএসআরআই) উদ্ভাবিত ফরমালিন টেস্টিং কীটের পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।
এতে ব্যবসায়ী নেতাদের সাথে ভ্রাম্যমাণ টিমের সদস্যদের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে ফল ও মিষ্টির দোকান বন্ধ করে দেয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমদ জানান, অভিযান পরিচালনকালে ফলের দোকানগুলোতে প্রচুর ফরমালিনযুক্ত ফল পাওয়া যায়।
তিনি জানান, ফরমালিন টেস্টিং কীটের পরীক্ষা সম্পর্কে ওই ব্যবসায়ী নেতারা অবগত নয়। তাই কয়েকজন ব্যবসায়ী নেতা ফল ব্যবসায়ীদেরকে উত্তেজিত করার চেষ্টা করে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply