সোহরাব হোসেন চৌধুরী…পর্যটন শহর কক্সবাজারকে রোহিঙ্গা মুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ৮ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত পুলিশ ৪টি দলে বিভক্ত হয়ে শহরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারের ৫৪ নাগরিককে আটক করেছে বলে সংবাদ পাওয়া গেছে। আজ রবিবার আটককৃতদের মায়নমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ৪টি দলে বিভক্ত হয়ে শহরের নাজিরারটেক, সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া, ফদনার ডেইল, নাজিরারটেক এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সূত্রে জানা গেছে, মায়নমারে জাতিগত দাঙ্গার সুযোগে রোহিঙ্গারা টেকনাফসহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কক্সবাজারে প্রবেশ করছে। অপরদিকে, এসব রোহিঙ্গারা দেশের বিভিন্নস্থানে অপরাধের সাথে জড়াচ্ছে। যার ফলে অবনতি হচ্ছে পর্যটন শহর কক্সবাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা সদরসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছে মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো-মোহাম্মদ আলম(২৭), আবছার(১৮), নুর হোসন (১৮), আবুল হাসান(২৫), লৎফুর(২১), আবুল হোসন(৩০), আব্দুল মান্নান (৪৩), খোরশেদ আলম (২৮), হাসান আলী(২৪), আলম(২০), জাহেদ(১৮), মোহম্মদ আইনুর(২৪), সফিউল্লাহ(৩২), শাহ আলম(২১), আবুল হোসন(১৮), রায়হান(১৮), মো:ছাদেক(১৮), নুরুল হক(৪২), নুরুল আলম(৪০), মো:শমসুল হক(৩০), জাহাঙ্গীর আলম(২২), মো: হাসিম(২৬), মোক্তার(৩৪), জাহিদ হোসন(২৬), কামাল(৩২), নুর আলম(৩৮), হাশেম(৩২), হারুন(৩২), মনজরুল আলম(২৫), ওসমান(১৪), নুরুল হক(১৮), আলম(১৮), রহিম(১৭), নুর মোহাম্মদ(২২), জয়নাল(১৮), সাইফুল (২৮), শফি আলম(২৮), মো:শমসুল আলম(২৮), মফিজ(৪৫), মো:ইব্রাহীম(৩৫), মো:ছৈয়দ নুর (৩৫), মো: রফিক(৩৫), নুরুল আলম(২৫), মো:রশিদ (২৫), আ: আলীম(৩৫), মো:আলী(২৪), সৈয়দ আহমদ(৪০), সুলতান আহমদ)৪০), সাদ্দাম হোসন(১৯), মো:রফিক(২৮), মো:আমীন(২৫), মো:আইয়ুব(২৫), মফি উল্লাহ(২৭), জমির হোসন(২৭), শাহ আলম(২৪), আবুল হোসন(৩৫), রায়হান(১৮), আবুল কালাম(২৫), মোক্তার(৩৫), মো:জসিম (২৬), জাহাঙ্গর আলম(২২), মো:শমসুল হক(৩০), নুরুল আলম(৪০), নুরুল হক(৪২), মো:ছাদেক(১৮), খোরশেদ আলম(২৮)। আজ আটককৃতদের বিজিরি মাধ্যমে ফেরৎ পাঠানো হবে বলে থানা সূত্রে জানা যায়।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মিজবাহ উদ্দিন খান জানান, পর্যটক শহর কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জঙ্গি তৎপরতা বন্ধে বিশেষ অভিযানের প্রথম দিন এ মিয়ানমারের ৫৪ নাগরিককে আটক করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানিয়েছে রোহিঙ্গারা অপরাধের সাথে জড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। তাই অবৈধ অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হবে।
তিনি আরও জানান, এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মিয়ানমার নাগরিক বসবাস করছেন বলে তাদের কাছে তথ্য আছে।
Leave a Reply