কক্সবাজারের পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেএমবি’র চার সদস্যকে আটক করেছে। এরা জামাআতুল আরকান নামে একটি জঙ্গি সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।কক্সবাজার পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে কক্সবাজারের লালদীঘি পাড়, বাস টার্মিনাল ও বাহারছড়া এলাকা থেকে এ চারজনকে আটক করা হয়।আটকরা হলেন, আব্দুল্লাহ হেল কাফি, ওমর ফারুক ওরফে কাজী ফারুক, মো. রুবেল ও আবদুল মতিন। এদের কাছ থেকে বিপুল সাংগঠনিক কাগজপত্র, ব্যবহৃত ডায়েরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটক কাফির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরগিডাঙ্গা গ্রামে, ওমর ফারুকের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পুরাতন বাজারে, মতিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার কুশমাইল গ্রামে আর রুবেলের বাড়ি কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ায়।
Leave a Reply