স্টাফ রিপোর্টার… কক্সবাজারের একটি আদালতে ঘুষ লেনদেনের সময় সোমবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েছেন এক পুলিশ কনস্টেবল ও এক আইনজীবীর সহকারী। আইনজীবী সহকারীকে জেল হাজতে এবং পুলিশ কন্সটেবলকে কোজড করা হয়েছে। সংশিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারের বিভিন্ন আদালতে নথি উপস্থাপন, জামিনের আবেদন, জামিননামা দাখিলসহ বিভিন্ন কাজে নির্ধারিত উৎকোচ দিতে হয় আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও), পেশকার, পিয়ন ও তাদের সহকারীদের। গত সোমবার মহেশখালী আদালতের দায়িত্বপ্রাপ্ত কক্সবাজারের ৫নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক আসামীর জামিন হলে বিকাল সোয়া ৩টার দিকে জামিননামাটি জেলহাজতে প্রেরণের জন্য সহকারীর মাধ্যমে জিআরওকে ৫শ টাকা উৎকোচ দিচ্ছিলেন এক আইনজীবী সহকারী। এসময় ওই আদালতের বিচারক সাইফুল ইসলাম ঘটনাটি দেখে পুলিশ কন্সটেবল রহমতউল্লাহ এবং আইনজীবীর সহকারী নিলয় রফিককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে কোজড করা হয় এবং আইনজীবী সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়।
কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply