সংবাদ বিজ্ঞপ্তি॥ কক্সবাজারে গরাণ শিল্প সাহিত্য সভার উদ্যোগে উত্তর আধুনিক কবিতা বিষয়ক সেমিনার আজ বুধবার। ১ আগস্ট বুধবার বিকাল ৪টায় শহরের অভিজাত হোটেল সিলভার সাইন রেস্টোরেন্টে অনুষ্টিতব্য উত্তর আধুনিক কবিতা বিষয়ক এ সেমিনারে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে মূল আলোচনায় অংশ নেবেন সাম্প্রতিক বাঙলা কবিতার বাঁকবদলের অগ্রণী চিন্তুক কবি জিল্লুর রহমান। এ সেমিনারে কক্সবাজারের মূল ধারার কবিকূলকে অংশ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন গরাণ (শিল্প সাহিত্যের কাগজ) সম্পাদক মানিক বৈরাগী।
Leave a Reply