সোমবার ১৮ জুন, ২০১২ ১:৪৩ অপরাহ্ন
115 বার এই নিউজটি পড়া হয়েছে
আবদুল আলীম নোবেল.……মায়ানমারে আরকানে সামরিক জান্তার প্রত্যক্ষ সহযোগিতায় উগ্র রাখাইন সম্পদায় কর্তৃক মুসলিম নিধন ও মানবাধিকার লঙঘন বন্ধের দাবীর এমন ইস্যুতে অনুমোদনহীন সংবাদ সম্মেলন করার দায়ে ইসামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির ৭ নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। গত কাল ১৮ জুন দুপর ১২টায় শহরের পালংকি আবাসিক হোটেলর সম্মেলন কক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে কক্স বাজার মডেল থানার অপারেশন অফিসার শাহেদ উদ্দিন ও উপ পরিদর্শক বাবুল আজাদের নেতৃতে রোহিঙ্গা ইস্যুতে অনুমোদনহীন সংবাদ সম্মেলন চলাকালীন মাওলানা হাফেজ ছালামততুল্লাহ এর সভাপতিত্বে
জেরা শাখা ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির৭ নেতাকেগ্রেপ্তার করছে। গ্রেপ্তার কৃত এ সাত নেতারা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা পানখালীর সাবেক সংসদ মৃত আবদুল গফুর চৌধুরীর পুত্র মৌলভী আবছার উদ্দিন (৪৭) রামু উপজেলার খাওয়ার খোপ লম্বরী পাড়ার নুরুর আমিনের পুত্র হাফেজ আবুল মন্জুর (২৪)একই উপজেলার ফতেখার কুল মন্ডেল পাড়ার মৃত হাফেজ অছি উদ্দিন এর পুত্র হাফেজ আবু বক্কর ছিদ্দিক (৪২)ফাঁসিয়া খালীর পুকুরিয়ার মৌলভী নুর আহম্মদের পুত্র মুফতি এনামুল হক(৫৭) চাকমার কুলের মৃত তাজর মুল্লুকের পুত্র হাফেজ আবদুল হক(৫৪)সত ঘরিয়া পাড়ার কাজী মোহাম্মদ আলী পুত্র এশাদ উল্লাহ(৫০) সাত ঘরিয়া পাড়ার মৃত আবদুল হকের পুত্র আ হ ম নুরুর কবির (৪৪)।
১৮/৬/১২
কক্স বাজার
০১৮২৪৪০৩০৮৩