মোঃ আবছার কবির আকাঁশ ::কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় একটি বিশাল পাহাড় ধসে পড়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকার উত্তরে একটি পাহাড় ধসে পড়ে। এদিকে, পাহাড় ধসের পর থেকে মেরিন ড্রাইভ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর ১৭ ইসিবির একটি দল সেখানে কাজ শুরুকরেছে। সেনাবাহিনীর ১৭ ইসিবির অধিনায়ক লে. কর্ণেল জুলফিকার রহমান জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের পাশ্ববর্তী একটি পাহাড়ধসে পড়ে। এতে একজন
ভ্যানচালক সামান্য আহত হয়েছে।