কক্সবাজার শহরের পাওয়ার হাউসে অবস্থিত জেলার সিনিয়ির আইনজীবী অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে রাতে ১০/১২ জনের একদল কুড়াল দিয়ে ঘরের লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল ঘরের লোকজদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।এছাড়া বাড়িতে ব্যাপক ভাঙচুর করে ডাকাতদল। এ ব্যাপারে স্থানীয় আরমান, শহিদুল, শাহ আলম, জাহেদ ও মাসুদ করিমকে আসামি ডাকাতি মামলা করা হয়েছে।
Leave a Reply