কক্সবাজার-টেকনাফ সড়কের পর এবার বন্ধ হয়ে গেছে মেরিন ড্রইভ সড়ক। ১৯ জুলাই দিবাগত রাত ১২ টা থেকে রেজু ব্রীজের একটি অংশ ভেঙ্গে যাওয়ার পর এ অবস্থার সৃষ্টি হয় বলে জানা গেছে। ফলে কক্সবাজারের সাথে উখিয়া-টেকনাফের পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ভেঙ্গে যাওয়া ব্রীজের এপার ওপারে কয়েক হাজার যাত্রী আটকা পড়ে আছে বলে জানা যায়। সেই সাথে দুই পাশে আটকা পড়েছে কয়েক’শ গাড়িও। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ১২ টা) রেজু ব্রীজের ভেঙ্গে যাওয়া অংশের সংস্কার কাজ চলছে। ১৭ ইসিবির সেনা বাহিনীর সদস্যরা জরুরী ভিত্তিতে ব্রীজ সংস্কারের এ কাজ চালিয়ে যাচ্ছেন বলে বিশেষ সুত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, টানা বৃষ্টি,সমুদ্রের জোয়ারের পানি ও পাহাড়ী ঢলের আঘাতে কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া বাজার সংলগ্ন ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় গত ১৩ জুলাই থেকে ওই সড়কটি দিয়েও যোগাযোগ বন্ধ রয়েছে টানা ৬ দিন ধরে। আর সেই থেকে বিকল্প যাতায়ত ব্যবস্থা হিসেবে একমাত্র মেরিন ড্রাইভ সড়কই ছিল।
Leave a Reply