নিজস্ব প্রতিবেদক দেশী বিদেশী পর্যটক ও জেলা জেলাবাসীসহ সকলের নিকট ‘ঈদুল ফিতরের’ আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান। এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল ফিতর বিশ্ব মুসলিমের অপার আনন্দ সৌন্দর্য-সম্পৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করণের দিন। হিংসা-বিদ্বেষ এবং ভেদাভেদ ভুলে বুকে বুক, হাতে-হাত মিলিয়ে সাম্যের ভালবাসার সুরভী ছড়িয়ে দেয় দিনটি, এতে মানুষে মানুষে মানবিকতায় একাকার হয়ে ওঠে। এমন মাহেন্দ্রক্ষণে অনাবিল স্বস্তির সুবাতাস অন্য এক চিরন্তন মোহমুগ্ধতায় উৎফুল্ল হয়ে উঠে মানুষের অন্তকরণ। মহিমান্বিত এই দিন ধর্ম সম্প্রদায়, শ্রেণি, পেশা, নির্বিশিষে সকলের জন্য বয়ে আনুক নির্মল আনন্দ আর সুখ-স্বাচ্ছন্দ্যের নিরন্তর সওগাত। দৈনিক কক্সবাজারবাণীর সম্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, হকার ও সাংবাদিকসহ সকলের সু-স্বাস্থ্যও কামনা করেন তিনি। ঈদ মোবারক।
Leave a Reply