শামশুল আলম শারেক, টেকনাফ
টেকনাফের দু’সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশকালে ১৭ জনকে আটক করেছে বিজিবি। টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, ৩১ আগষ্ট সকালে হোয়াইক্যং ও টেকনাফ সদর বিওপি’র জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে হোয়াইক্যং ঝিমংখালী সীমান্ত পয়েন্ট থেকে ১৩ জন ও টেকনাফ সদরের আড়াই নং ¯¬ুইশ গেইট এলাকা থেকে ৪ জনসহ অনুপ্রবেশকালে ১৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে বিকাল সাড়ে ৩টায় তাদেরকে স্ব-স্ব পয়েন্ট দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়।
Leave a Reply