মোঃ রেজাউল করিম…জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্ব ফাইনাল পরীক্ষা ২০১০এর ফল প্রকাশিত হয়েছে। এতে কক্সবাজার আইন কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৬৯ জন। অত্র কলেজের পাশের হার ৯৫.৪৫ শতাংশ। তন্মধ্যে ২য় শে্িরণতে ১৬ জন এবং ৩য় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে ৪৭ জন। আর ফেল করেছে ৩ জন। অনুপস্থিত ছিল ও ৩ জন। কলেজের অধ্যক্ষ এডভোকেট বাহার উদ্দিন ফলাফল সন্তোষজনক বলে মন্তব্য করেন। উক্ত পরীক্ষায় বৃহত্তর ঈদগাঁও থেকে ২ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরীক্ষার্থীরা হলেন মোহাম্মদ হাবিব উল্লাহ, রোল-১০০৩৪৭০। প্রাপ্ত নম্বর ২২৮ এবং নুরুল আমিন, রোল ১০০৩৪৪৪, প্রাপ্ত নম্বর ২৫৪।
Leave a Reply