এইচ.এন.আলম…খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৮ সেপ্টম্বর ঢাকা জাতীয় যাদুঘর মিলনায়তনে বাংলাদেশ পেট্টিয়টিক ইয়ুথ ফোরাম তাকে চকরিয়া উপজেলার সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেন। সংবিধান,গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তার হাতে বঙ্গবীর এম.এ.জি.ওসমানী দেশ প্রেমিক সম্মাননা ২০১২ তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক ডাকসু ভিপি ও মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুর রহমান মান্না,দু’দুবার এভারেষ্ট বিজয়ী এম.এ মুহিত বাংলাদেশ পেট্টিয়টিক ইয়ুথ ফোরাম এর সভাপতি আতাউল্লাহ খান প্রমুখ।
ঈদগাঁওতে খেলাফত মজলিসের সভা অনুষ্ঠিত
এইচ.এন.আলম,ঈদগাঁও
ঈদগাঁও খেলাফত মজলিসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুখের সঞ্চালনায় হাফেজ শহিদ উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান,সহ সভাপতি মাওলানা নাজির হোছাইন,প্রচার সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল,সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা নুরুল হক এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন হাফেজ নুরুল ইসলাম,মাওলানা ইউনুছ,হাফেজ শাহজাহান,জিসান উদ্দিন,হাফেজ মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ধর্ম ও দেশ রক্ষা করা ঈমানী দায়িত্ব। অতএব দলাদলী বাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন এবং ১৮ দলীয় জোটের কর্মসূচী যথাযথ ভাবে পালন করার আহবান জানান।
===========================================================
Leave a Reply