টেকনাফ নিউজ ডেস্ক…এমপি আবদুর রহমান বদি ও সহোদর আবদু শুক্কুর রাষ্ট্রীয় মর্যাদায় সিআইপি পদকে ভূষিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। ১৫ই সেপ্টেম্বর জাতীয় রাজস্ববোর্ড এনবিআর আয়োজিত জাতীয় আয়কর দিবসে এক বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের এম,এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম ভবনে তাদের পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আফছারুল আমীন এমপি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ শাহজাহান। এসময় চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মোঃ দবির উদ্দিনসহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইতো বাপের বেটা। মরহুম এজহার মিয়া কোম্পানীর ঐতিহ্য রক্ষায় এগিয়ে চলো। তোমাদের শত্রুরা পায়ের নিচে কামড়াবে এর বিশী কিছু করতে পারবেনা।
প্রথমবার এমপি হয়ে সিআইপি হয়েছেন,অতচ উনাদের সম্পদের হিসাব নেয়া হলনা।এতে জনগণ বুঝে গেছে যে,এখানে কালো টাকা সাদা করার পায়তারা হচ্ছে।আগামী নির্বাচনে জনগণ কি পুরষ্কার দিবেন তা দেখার প্রত্যাশায়…………..
BHAI ETA KONO BORO KOTHA NA SHARA BISH SHE CHURA KARBARI RA E PROTHOM , NO DOUBT
HA HA H AHA
Mp Badi CIP nirbacito haoai Ukhiya basir pokkho theke obinondon
Mp badi ataw taka pelaw kothai? last shongshad nirbasone amader kas teke chandabazi kawre taka nea mp hoyecilaw.dodawk ki dekhena ai chorakarbarir chora kum.ar beshidin baki nai shomoy mato khawbawr hobe ai chorakarbarir.
Congratulatio!to MP badi to be CIP.